Monday, June 27, 2016

== প্রিলিমিনারি টেস্টে উত্তীর্ণ সকলের জন্য অতিব জরুরী==

প্রিলিমিনারি টেস্টে উত্তীর্ণ প্রার্থীদের হার্ডকপি জমাদান:
💻 প্রিলিমিনারি টেস্টে উত্তীর্ণ প্রার্থীগণকে SMS-এর মাধ্যমে হার্ডকপি প্রেরণের তারিখ ও সময় অবহিত করা হবে। SMS-এ প্রাপ্ত নির্দেশনা মোতাবেক উত্তীর্ণ প্রার্থীগণ Online-এ পূরণকৃত আবেদন Rorm (Applicant's Copy)-এর সাথে নিম্নোক্ত সনদ/ডকুমেন্ট প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে খামে ভরে যথেষ্ট সময় হাতে রেখে ডাকযোগে নিম্ন ঠিকানায় পৌঁছানো অবশ্যই নিশ্চিত করবেন:
প্রাপক:
ঢাকা জি.পি.ও. বক্স নম্বর-১০৩,
ঢাকা-১০০০।
প্রয়োজনীয় সনদ/Documents
সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র;
স্নাতক (পাস/সম্মান) পর্যায়ের নম্বরপত্র (মার্ক শিট/টেবুলেশন শিট);
কেবল সহকারী শিক্ষক পদসমূহের ক্ষেত্রে প্রার্থী কর্তৃক online আবেদনপত্রে উল্লেখিত Optional Subject-এর স্বপক্ষে প্রমাণ স্বরূপ (পাস/সম্মান) পর্যায়ের প্রবেশ পত্র/পত্রসমূহ;
নাগরিকত্ব সনদপত্র;
প্রযোজ্যক্ষেত্রে প্রশিক্ষণ সনদপত্র;
জাতীয় পরিচয়পত্র।

আবেদনপত্রের হার্ডকপি কোনক্রমেই হাতে হাতে এনটিআরসিএ-তে গ্রহণ করা হবে না।
📝 প্রিলিমিনারি টেস্টে উত্তীর্ণ প্রার্থীদের হার্ডকপি প্রেরণের ক্ষেত্রে খামের উপরে “ত্রয়োদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার আবেদনপত্র” লিখতে হবে।
📝 লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ ১০(খ) অনুচ্ছেদে বর্ণিত সনদসমূহের মূলকপি এবং কর্তৃপক্ষ কর্তৃক চাহিত অন্য যে কোন সনদের মূলকপি মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করবেন।
📝 মৌখিক পরীক্ষার সময় ১০(খ) অনুচ্ছেদে বর্ণিত সনদপত্রসমূহের মূলকপি প্রদর্শনে ব্যর্থ হলে প্রার্থীতা বাতিল হবে।
📝 লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুসারে প্রতিটি বিষয়ে বিদ্যমান শুন্য পদের সাথে সামঞ্জস্য রেখে কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত সংখ্যক প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচন করা হবে।
📝 লিখিত পরীক্ষার সময়সূচি:
তারিখ ও বার সময় পর্যায়
১২.০৮.২০১৬ (শুক্রবার) সকাল ০৯:০০ টা - দুপুর ১২:০০টা স্কুল ও স্কুল-২
১৩.০৮.২০১৬ (শনিবার) সকাল ০৯:০০ টা - দুপুর ১২:০০টা কলেজ
📝 ১০০ (একশত) নম্বরের প্রতিটি বিষয়ের লিখিত পরীক্ষার সময় ৩ (তিন) ঘণ্টা।
📝 প্রিলিমিনারি টেস্টে উত্তীর্ণ প্রার্থীগণ তাদের প্রিলিমিনারি টেস্টের কেন্দ্রের বিপরীতে নিম্ন ছকে বর্ণিত কেন্দ্রে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন:
প্রিলিমিনারি টেস্টের কেন্দ্র লিখিত পরীক্ষার কেন্দ্র
রংপুর ও দিনাজপুর -- রংপুর ,
বগুড়া, পাবনা ও রাজশাহী -- রাজশাহী ,
যশোর, খুলনা ও কুষ্টিয়া -- খুলনা ,
ঢাকা, ফরিদপুর ও টাঙ্গাইল -- ঢাকা ,
রাঙ্গামাটি, চট্টগ্রাম, কুমিল্লা ও নোয়াখালী -- চট্টগ্রাম ,
বরিশাল ও পটুয়াখালী -- বরিশাল,
সিলেট -- সিলেট,
ময়মনসিংহ, জামালপুর -- ময়মনসিংহ,
সিলেবাস
স্কুল

http://adf.ly/1bcKUN




স্কুল-2

http://adf.ly/1bcKYl



কলেজ

http://adf.ly/1bcKf6

No comments:

Post a Comment